বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

সোনারগাঁয়ে এমপি খোকার বিপুল পরিমান ঈদ উপহার বিতরণ

প্রকাশিত: ২৪ জুন ২০১৭   আপডেট: ২৪ জুন ২০১৭

সোনারগাঁ (যুগের চিন্তা ২৪ ডটকম) : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা ঈদ উপহার হিসেবে সম্প্রতি উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ, জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং গণমাধ্যমকর্মীসহ উপজেলার দুস্থ মানুষদের মাঝে প্রায় ৫ হাজার শাড়ি, ৪ হাজার পাঞ্জাবী ও ৫ হাজার লুঙ্গি বিতরণ করেছেন। এতে উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে আনন্দভাব বিরাজ করছে। জানা যায়, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম  মহাসচিব লিয়াকত হোসেন খোকা সোনারগাঁয়ের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর গত সাড়ে তিন বছর যাবত উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অসংখ্য রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট নির্মাণের পাশাপাশি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ণ করে যাচ্ছেন। এছাড়া দলমত নির্বিশেষে উপজেলার দুস্থ ও অসহায় মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে ইতিমধ্যে একজন জনবান্ধব সংসদ সদস্য হিসেবে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। বিগত বছরের ন্যায় এবারো তিনি ঈদুল ফিতরের উপহার হিসেবে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ, জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং গণমাধ্যমকর্মীসহ উপজেলার দুস্থ মানুষদের মাঝে প্রায় ৫ হাজার শাড়ি, ৪ হাজার পাঞ্জাবী ও ৫ হাজার লুঙ্গি বিতরণ করেছেন। এতে উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে আনন্দভাব বিরাজ করছে। তাদের দাবি, বিগত দিনের সংসদ সদস্যদেরকে ঈদের সময় বিভিন্ন শিল্পপতি ও নেতাকর্মীদের কাছ থেকে ঈদ উপহার গ্রহণ করতে দেখা গেছে। কিন্তু সাংসদ খোকা ঈদ উপহার পাওয়ার প্রচলনকে বন্ধ করে ঈদ উপহার দেয়ার প্রচলন চালু করেছেন। আমরা তার সকল ভালো কাজকে অনুসরণ করার জন্য অন্যান্য রাজনৈতিক নেতাদের নিকট দাবি জানাই।
এই বিভাগের আরো খবর