শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

ঈদের আগে ডিএনডি বাধের পানিবন্দী মানুষের মুক্তির দাবীতে মানববন্ধন

প্রকাশিত: ২৩ জুন ২০১৭   আপডেট: ২৩ জুন ২০১৭

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ ডটকম) : নারায়ণগঞ্জের ২০ লাখ মানুষকে ডিএনডির জলাবদ্ধতা থেকে মুক্তির দাবিতে ডেমরা-নারায়ণগঞ্জ সড়কে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। শুক্রবার (২৩ জুন) বিকেলে প্রায় দুই শতাধিক এলাকাবাসী আদমজী কদমতলী এলাকায় এ মানববন্ধন করেন। মানবন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক তরিকুল সুজন তাঁর বক্তব্যে বলেন, সারাদেশের উন্নয়নের জোয়ার বইছে। আর সেই জোয়ারে ভাসছে ডিএনডি বাঁধের মানুষেরা। কেমন করে এই জলাবদ্ধ এলাকার মানুষগুলো রোজায় কষ্ট করেছে সেটা কি এখানকার জনপ্রতিনিধিরা খেয়াল করেছে? কেমন করে তাঁরা ঈদ করবে সেটা কি ভেবে দেখেছেন?  এ অঞ্চলের প্রায় ২০ লাখ মানুষকে পানিবন্দী রেখে কেমন করে জনপ্রতিনিধিরা  ঈদ পালন করতে পারবেন সেটা আমি বুঝিনা। আমরা আজ দাবী করছি ঈদের আগেই যেন যে কোন উপায়ে এই পানি সড়িয়ে নেয়ার ব্যবস্থা নেয়া হয় এবং স্থায়ী সমাধানে কাজ করা হয়। অন্যথা এলাকাবাসীকে সঙ্গে নিয়ে দীর্ঘ মেয়াদী আন্দোলন গড়ে তোরা হবে। মানববন্ধনে বক্তারা বলেন, বিগত দিনে বর্ষার সময় অতিরিক্ত পাম্প বসিয়ে তাৎক্ষনিক পানি সেচের ব্যবস্থা করা হতো। কিন্তু এবার তা আর করা হচ্ছে না। একনেকের পরিকল্পনা অনুযায়ী কাজ করার জন্য ৫৫৮ কোটি টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। সেই বরাদ্ধের টাকা কি হলো? খুব শীঘ্রই এ বন্দী দশা থেকে ডিএনডিবাসীকে মুক্ত করার দাবী জানান তারা। মানববন্ধনে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আহ্বায়ক জাহিদুল আলম আল জাহিদ, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রফেডারেশন আহ্বায়ক কাজী আশিক, ছাত্রফেডারেশন নেতা শিশির, ইফতি, সমাজসেবক আব্দুর রাজ্জাক সঞ্চয়, শামীম আহামেদ, সজিব, রুবেল, রাসেল, সিহান, ও তাউহিদ হোসেন প্রমুখসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই বিভাগের আরো খবর