শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

সোনারগাঁয়ে ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশিত: ২৩ জুন ২০১৭   আপডেট: ২৩ জুন ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (সোনারগাঁ) : সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় ‘ভূঁইয়া ফাউন্ডেশন সোনারগাঁ’ এর উদ্যোগে শুক্রবার সকালে স্থানীয় প্রায় ৫ হাজার দুস্থ পরিবারের মাঝে সেমাই, চিনি, তেলসহ অন্যান্য ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, ভূঁইয়া ফাউন্ডেশন সোনারগাঁ এর কর্ণধার ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি লায়ন মাহবুবুর রহমান ভূঁইয়া বাবুল, অত্র ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ভূঁইয়া, জসিম উদ্দিন, লিমন কাজীসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ। জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের গোয়ালপাড়াস্থিত ‘ভূঁইয়া ফাউন্ডেশন সোনারগাঁ’ এর উদ্যোগে দীর্ঘ প্রায় এক যুগ ধরে এলাকার দুস্থ-অসহায়দের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ঔষধ প্রদানের পাশাপাশি প্রতিবছর ঈদের পূর্বে সেমাই, চিনি ও তেলসহ অন্যান্য ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ ব্যাপারে স্থানীয় গ্রামবাসীরা জানান, মানব সেবায় ভূঁইয়া ফাউন্ডেশন সোনারগাঁ এর কর্ণধার লায়ন মাহবুবুর রহমান বাবুল ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ভূঁইয়াসহ অন্যরা যেভাবে অবদান রেখে যাচ্ছেন তা সোনারগাঁয়ের বিত্তশালীদের জন্য আদর্শ স্বরুপ। এই ধরণের সমাজসেবক ব্যক্তিরা রাজনীতিতে আসলে দেশের মানুষ অনেক বেশি উপকৃত হতো। আমরা ভবিষ্যতে এদেরকে সোনারগাঁয়ের রাজনীতির অভিভাবক হিসেবে দেখতে চাই।
এই বিভাগের আরো খবর