শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৫ ১৪৩১

ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর

প্রকাশিত: ২২ জুন ২০১৭   আপডেট: ২২ জুন ২০১৭

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ ডটকম) : সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জেও পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর। এ উপলক্ষ্যে মসজিদে মাগরিবের নামাযের পর থেকেই এশার ও তারাবির নামায আদায় করতে মুসল্লিদের ঢল নেমেছে। ধর্মপ্রাণ মুসলমানদের কাছে এ রাত হাজার রাতের চেয়ে উত্তম। পবিত্র কুরআনে এ রাতের মহিমা বর্ণনা করতে গিয়ে পবিত্র কুরআনে একটি পূর্ণাঙ্গ সূরা নাযিল করা হয়েছে। ওই সূরাতে এই রাতকে হাজার মাসের অপেক্ষা উত্তম বলে অভিহিত করা হয়েছে। আর এই কারণে এই রাতকে সকলে নিজেদের পাপ মূচনসহ ভবিষ্যতে নিজেদের ইসলামের আদর্শ মোতাবেক চলার জন্য দোয়া প্রার্থনা করে বিশেষ মোনাজাত করে। পবিত্র রমজান মাসের লাইলাতুল কদরের রাতে মহান আল্লাহ তা’আলা মানব জাতির মুক্তির জন্য পবিত্র কুরআন নাযিল করেছে। তবে রমযান মাসের শেষ ১০ দিনের বিজোড় যে কোনো একদিন পবিত্র লাইলাতুল ক্বদর। তবে ইসলামী গবেষকরা মনে করেন ২৭ রমযানের দিবাগত রাত ই পবিত্র লাইলাতুল ক্বদর।
এই বিভাগের আরো খবর