শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

আনন্দের ঈদ পথ শিশুদের জন্য নিরানন্দের

প্রকাশিত: ২২ জুন ২০১৭   আপডেট: ২২ জুন ২০১৭

স্টাফ রির্পোটার (যুগের চিন্তা ২৪ ডট কম) : আপা পাঁচটা টেকা দেন ঈদের জামা কিনমু, দেন না আপা ...... দেন না। নাম উর্মি। ৭ থেকে ৮ বছর বয়সের। সাথে আরেকটি মেয়ে প্রিয়া ওর মতই বয়স। ঈদের নতুন জামা কিনবে বলে এক জনের কাছ থেকে আরেক জনের কাছে ছুটে বেড়াচ্ছে। কখনও কেউ দিচ্ছে আবার কখনও কেউ সরিয়ে দিচ্ছে। তবু ছুটছে একটি নতুন জামা কেনার আশায়। এমনিভাবে ছিন্নমুল ছোট্ট শিশুরা ঈদে নতুন জামা কেনার জন্য হাতরে বেড়াচ্ছে নগরীর রাস্তাগুলোতে। প্রতিদিনই রাস্তাগুলোতে দেখা যায় ছোট্ট ছোট্ট শিশুরা ঘুরে বেড়াচ্ছে। ঈদের কেনাকাটা করতে ছোট্ট ছোট্ট শিশুরা যখন তাদের বাবা মায়ের সাথে নতুন জামা কিনতে ব্যস্তÍ। তখন  শিশুগুলো তাদের ঈদের জামা কেনার আশায় হাত পেতে টাকা নিচ্ছে তাদের কাছে। কিন্তু এ ছোট্ট শিশুগুলোর এই চাহিদাগুলো মেটানোর কথা ছিল তাদের বাবা মায়ের।  কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস তাদের হাত পেতে টাকা নিতে হচ্ছে একটা নতুন জামার  কেনার আশায়। ঈদ ছাড়াও প্রতিটা দিনই তাদের রোজগার করতে হয় ভিক্ষা করে। বাদ যায়না ঈদের সময়গুলোতেও। যে বয়সে কাঁধে ব্যাগ ঝুলিয়ে স্কুলে যাবার কথা কিন্তু সে সময়ই তাদের শৈশব কাটছে রাস্তায় রাস্তায় হাঁত পেতে। আর কয়েকদিন বাকি ঈদের তাই সকলেরই তোড়জোড় চলছে কেনাকাটা নিয়ে। সবার যা যেমন স্বাধ্যি সে অনুযায়ী ঈদের খুশি ভাগ করে নিচ্ছে পরিবার ও আত্মীয় স্বজনদের সাথে। মার্কেটগুলোতেও চলছে  বেচা কেনার মহা ব্যস্ততা। এমনকি ফুটপাতগুলোতেও পা রাখার জায়গা নেই। সকল শ্রেনীর পেশার মানুষরাই কেনা কাটার ব্যস্ততায় বিভোর। ঝড় বৃষ্টি উপেক্ষা করেই কেনাকাটা করতে মার্কেটে আসছে। কিন্তু কেনাকটার  ব্যস্ততা নেই শুধু এই  ছিন্নমুল শিশু গুলোর। সারাদিনই দেখা যায় রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর টাকা তুলছে। আর যদি  কেউ জিজ্ঞাস কওে তুই এতটাকা দিয়ে কী করবি? উত্তরে বলে, নতুন জামা কিনমু। কিন্তু ঈদের সময় এমন অনেক শিশুদের দেখা যায় রাস্তায় রাস্তায় ঘুরতে। এর মধ্যেই অনেক শিশুরাই রয়েছে যাদের মধ্যে অনেকেই  কোনো না কোনো ভিক্ষাভিত্তির গ্রুপের সাথে জড়িত। ঈদকে কেন্দ্র করে তাদের ব্যবসা এখন আরো জমজমাট। পথে পথে ঘুরে বেড়াচ্ছে এসব গ্রুপের এমন অনেক সদস্য।
এই বিভাগের আরো খবর