বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

সোনারগাঁয়ে কলেজ ছাত্রকে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর আভিযোগ

প্রকাশিত: ২০ জুন ২০১৭   আপডেট: ৩ জুলাই ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (সোনারগাঁ) : সোনারগাঁ উপজেলার বারগাঁও নন্দিপুর গ্রামের এক কলেজ ছাত্রকে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে এ মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের বারগাঁও নন্দিপুর গ্রামের সিরাজুল ইসলামের সঙ্গে তার প্রতিবেশী জহিরুল ইসলামের বাড়ির সিমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে জহিরুল ইসলামের স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে সিরাজুল ইসলাম, তার ছেলে সরকারী তোলারাম কলেজের অনার্স ৩য় বর্ষের রাষ্ট বিজ্ঞান বিভাগের ছাত্র জহিরুল ইসলাম জহির, তার ভাই রাসেল মিয়া ও তার চাচা ফজলুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। সিরাজুল ইসলাম বলেন, আমার সঙ্গে জহিরুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন যাবত বাড়ির সীমানা বিরোধের জের ধরে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে। এ সময় তিনি মামলার বিষয়ে উর্ধ্বর্তন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। সোনারগাঁ থানার ওসি মঞ্জুর কাদের বলেন, মামলার বিষয়টি নিরপেক্ষ ভাবে তদন্ত করা হচ্ছে। অহেতুক কাউকে মামলায় হয়রানী করা হবেনা।
এই বিভাগের আরো খবর