শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

ফখরুলের উপর হামলার মাধ্যমে সরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে : মামুন মাহমুদ

প্রকাশিত: ১৯ জুন ২০১৭   আপডেট: ৩ জুলাই ২০১৭

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ ডটকম): নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপর হামলার মধ্য দিয়ে সরকার ক্ষমতায় থাকার সকল ধরনের নৈতিক অধিকার হারিয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। প্রচন্ড বৃষ্টিকে উপেক্ষা করে সোমবার দুপুর ১২ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশে জেলার নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। অধ্যাপক মামুন মাহমুদ আরো বলেন, মহাসচিবের উপর হামলার ঘটনায় ১৬ কোটি মানুষ ব্যাথিত হয়েছে। দেশের একটি মানুষও এ সরকারের আমলে নিরাপদ নয়। জনগণের মনের ভাষা বুঝে অবিলম্বে তাদের ক্ষমতা থেকে পদত্যাগ করা উচিত। তিনি আরো বলেন, আওয়মীলীগের সাধারণ সম্পাদক বলেছেন হামলাকারী যেই হোক তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে। কিন্তু দুই দিন পার হলেও কোন হামলাকারীই গ্রেপ্তার হচ্ছেনা। কোথায় স্বরাষ্ট্র মন্ত্রী, কোথায় আইজি-ডিজি। এ সময় তিনি সরকারের প্রতি হুশিয়ারী করে বলেন, আগামীতে জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে এ সরকারকে উৎখাত করা হবে এবং খালেদা জিয়ার সরকার ক্ষমতায় আসলে এসব গুম, খুন, হামলার বিচার করা হবে। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, সহ সভাপতি এড. আবুল কালাম আজাদ বিশ্বাস, সহ সাধারণ সম্পাদক এম এ হোসেন আকবর, সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার, ফতুল্লা শ্রমিক দলের আঞ্চলিক সভাপতি মন্টু মেম্বার, যুবদল নেতা সেলিম, ছাত্রদল নেতা মশিউর রহমান রনি সহ আরো অনেকে।
এই বিভাগের আরো খবর