শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

মির্জা ফখরুলের উপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

প্রকাশিত: ১৯ জুন ২০১৭   আপডেট: ৩ জুলাই ২০১৭

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ ডটকম) : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্দ্যেগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে নেতা কর্মীরা বিক্ষোভে অংশ নেয়। সোমবার দুপুর ১২ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমবেশ করেন। এতে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভপতি কাজী মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ, সহ সভাপতি এড. আবুল কালাম আজাদ বিশ্বাস, সহ সাধারণ সম্পাদক এম এ হোসেন আকবর, সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার, ফতুল্লা শ্রমিক দলের আঞ্চলিক সভাপতি মন্টু মেম্বার, যুবদল নেতা সেলিম, ছাত্রদল নেতা মশিউর রহমান রনি সহ আরো অনেকে। সভাপতির বক্তব্যে কাজী মনির বলেন, আমরা কেবল দুঃখিত নই। আমরা লজ্জিত। মির্জা ফখরুল বাংলাদেশের রাজনীতিবীদদের মধ্যে একজন সজ্জন ব্যক্তি। তার উপর হামলা মানে গণতন্ত্রের উপর হামলা। এই রোজার মাসে রোজা রেখে বিক্ষোভ করার কথা ছিল না। কিন্তু সরকার বাধ্য করলো। বর্তমান সরকার মুখে গণতন্ত্রের কথা বলে, স্বৈরাচারী শাসন করে। তারা একবার বাকশাল কায়েম করে বিপদে পড়েছিল। আবার সেই বাকশালের দিকে হাটছে। এই সরকারকে উৎখাতের মধ্যে দিয়ে ভোটের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। বিএনপিকে বাদ দিয়ে বাংলাদেশে আর কোনো নির্বাচন হতে দেয়া হবেনা। সরকার যতই নির্যাতন করুক ঈদের পর শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে দিয়ে তাদের পতন ঘটিয়ে ছাড়বো। মির্জা ফখরুলের উপর হামলা বৃথা যেতে দেব না। বিক্ষোভ সমাবেশে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, মহাসচিবের উপর হামলার ঘটনায় ১৬ কোটি মানুষ ব্যথিত হয়েছে। দেশের একটি মানুষও এ সরকারের আমলে নিরাপদ নয়। এ ধরণের হামলার মধ্য দিয়ে সরকার ক্ষমতায় থাকার সকল নৈতিক অধিকার হারিয়েছে। জনগণের মনের ভাষা বুঝে অবিলম্বে তাদের ক্ষমতা থেকে পদত্যাগ করা উচিত। আগামীতে জনগণের অংশগ্রহণের মধ্যে দিয়ে এ সরকারকে উৎখাত করা হবে এবং খালেদা জিয়ার সরকার ক্ষমতায় আসলে এসব গুম, খুন, হত্যার বিচার আমরা করবো। তিনি আরো বলেন, হামলাকারী যেই হোক তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে। কোথায় সরাষ্ট্র মন্ত্রী, কোথায় আইজি-ডিজি, ঘটনার দুইদিন পরেও কেউ তো গ্রেপ্তার হলো না। সমাবেশের শুরুতে সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার বলেন, বর্তমান সরকারের মন্ত্রী হাছান মাহমুদের নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা বিএনপির প্রতিনিধিদলের উপর হামলা করেছে। তাদের এই নির্লজ্জ হামলা বাংলাদেশের রাজনীতিকে কলঙ্কিত করেছে। অবিলম্বে ছাত্রলীগ ও যুবলীগের এই হামলাকারীদের শাস্তির আওতায় নিয়ে আসার জন্য জোড় দাবী জানাচ্ছি।
এই বিভাগের আরো খবর