শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

থানচির পথে পথে নিশো

প্রকাশিত: ১৮ জুন ২০১৭   আপডেট: ১৮ জুন ২০১৭

বিনোদন ডেস্ক : চারপাশে সবুজের অভয়ারণ্য। তার মাঝে বয়ে গেছে ঢালু পথ। এ পথ বেয়ে উপরে উঠছেন অভিনেতা আজাদ আবুল কালাম, আফরান নিশো ও নবাগত অভিনেত্রী মীম। নিশো এক হাতে মীমকে ঝাপটে ধরে আছে, অন্য হাতে লাঠি। তাদের সামনে লাঠি হাতে হেঁটে যাচ্ছেন আজাদ আবুল কালাম। বান্দরবানের থানচিতে এভাবেই হাঁটতে দেখা যায় তাদের। তবে নির্মাতা সুমন আনোয়ার জানালেন, এই দৃশ্যটি অবসর যাপনের নয় ‘রাতুল বনাম রাতুল’ নাটকের। সম্প্রতি বান্দরবানের দুর্গম অঞ্চলে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। নাটকের গল্প প্রসঙ্গে পরিচালক সুমন আনোয়ার বলেন, ‘রাতুল আর নবনীর তুমুল প্রেম কাহিনি নিয়ে এগিয়েছে নাটকটির গল্প। ঢাকার আর্ট গ্যালারি, শাহবাগ, শিল্পকলা থেকে শ্রেয়া ঘোষালের কনসার্ট কোনো কিছুই বাদ যায়নি তাদের প্রেমের মহাকাব্যে। কিন্তু সমাজের চাপ, ক্যারিয়ারের চোখ রাঙানি, দুই পরিবারের স্ট্যাটাস বৈষম্য, সব মিলিয়ে হঠাৎ তাদের প্রেমে ছন্দ পতন ঘটে। তারপর বিষাদের সিন্ধুতে সাঁতরে বেড়াতে থাকে রাতুল-নবনী। পাহাড়ি সৌন্দর্যের লীলাভূমি থানচিতে এরকম কাঙ্ক্ষিত-আনাকাঙ্ক্ষিত মনো রসায়ন বাস্তবে রূপ দেয়ার চেষ্টা করেছি।’ অমিতাভ রেজা পরিচালিত জনপ্রিয় সিনেমা ‘আয়নাবাজি’। এ চলচ্চিত্র থেকে নির্মিত হচ্ছে ‘আয়নাবাজি অরিজিনাল সিরিজ’ নামে সাত পর্বের টেলিভিশন সিরিজ। এই সিরিজেরে একটি পর্ব ‘রাতুল বনাম রাতুল’। ঈদুল ফিতরে টানা সাতদিন সাতটি পূর্ণাঙ্গ পর্ব জিটিভি, আরটিভি এবং মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে বলেও জানিয়েছেন এই নির্মাতা।
এই বিভাগের আরো খবর