বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

ভুয়া ডা. মুছার মিথ্যা মামলায় জামিন পেলেন যুবদলের ৩ নেতা

প্রকাশিত: ১৮ জুন ২০১৭   আপডেট: ১৮ জুন ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (সিদ্ধিরগঞ্জ) : সিদ্ধিরগঞ্জে বিতর্কিত ভুয়া ডা. মুছার মিথ্যা মারামারি মামলায় জামিন পেয়েছেন যুবদলের ৩ নেতা। তারা হলো সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সহ সভাপতি সামছুদ্দিন প্রধান, নাসিক ৮নং ওয়ার্ড যুবদলের যুগ্ন সম্পাদক হারুন অর রশিদ হারুন,সাংগঠনিক সম্পাদক কাজী নুর আলম। এর আগে রোববার দুপুর সাড়ে ১২ টায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আতœসর্মপন করে জামিন চাইলে আদালত তাদের জামিন মঞ্জুর করেনে। এ বিষয়ে জামিন পাওয়া নাসিক ৮নং সাংগঠনিক সম্পাদক কাজী নুর আলম বলেন, মিথ্যা মামলা করে মুছা বেগম জিয়া ও তারুন্যে অহংকার তারেক রহমানের সৈনিকদের থামাতে পারবেনা। আওয়ামীলীগের এজেন্ট হয়ে আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছে। এথেকেই বুঝাযায় সন্ত্রাসী পথ এখনো ছাড়েনি ভুয়া ডা.মুছা। নাসিক ৮নং ওয়ার্ড যুবদলের যুগ্ন সম্পাদক হারুন অর রশিদ হারুন বলেন, বিএনপিকে যারা ধ্বংষ করতে চায় তারা কখনো বেগম জিয়ার আদর্শের সৈনিকদের বিচলিত করতে পারবেনা। রাজ পথ থেকে সরাতে পারবেনা। আওমালীগের দালাল হয়ে মুছা মিথ্যা মামলা দিয়েছে। তিনি আরো বলেন, মুছা সন্ত্রাসী,তার বাহিনী রয়েছে। ৮নং ওয়ার্ডে বিএনপিকে ধ্বংষ করার মিশন নিয়ে মাঠে নেছে মুছা। কোড পুলিশ পরির্দশক সোহেল আহমেদ যুবদলের তিন নেতা জামিনের বিষয়টি সত্যতা স্বীকার করেছেন।
এই বিভাগের আরো খবর