শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

বন্দরে ৩দিন ব্যাপী নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত: ১৭ জুন ২০১৭   আপডেট: ১৭ জুন ২০১৭

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ ডটকম) : বন্দর উপজেলার মদনপুরে সমাজ বিজ্ঞান পরিষদে শুক্রবার থেকে নারী উদ্যোক্তাদের জন্য ৩ দিন ব্যাপী জীবন জীবিকা ও সহজলভ্য প্রযুক্তি ভিত্তিক ব্যবসা নির্বাচন শীর্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে এবং যা রবিবার বিকেলে শেষ হবার কথা রয়েছে। গণপ্রজাতন্ত্রী বংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর তত্বাবধানে, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কর্তৃক বাস্তবায়নাধীন গ্রামীণ নারী উদ্যোক্তাদের দক্ষতা বিকাশ প্রশিক্ষণ (উপজেলা পর্যায়) কর্মসূচির আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রম চলছে বলে জানা যায়। প্রশিক্ষণে উর্দ্ধতন প্রশিক্ষক হিসেবে আক্তার হোসেন ও প্রশিক্ষক হিসেবে শামসুন নাহার উপস্থিত থেকে বন্দরের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ৩০ জন নারী উদ্যোক্তাকে এ প্রশিক্ষণ দিতে দেখা যায়। গতকাল ২য় দিনের প্রশিক্ষণে বিডব্লিউসিসিআইয়ের উর্দ্ধতন কর্মকর্তা হিসাব ও অর্থ দ্বীন ইসলাম, বিডব্লিউসিসিআইয়ের বন্দর উপজেলা নারী প্রতিনিধি ও মদনপুর ইউপি’র ৪,৫ ও ৬নং ওয়ার্ডের সাবেক মহিলা ইউপি মেম্বার সাহেরা বানু উপস্থিত ছিলেন। এক সংক্ষিপ্ত বক্তৃতায় সাহেরা বানু উপস্থিত নারী উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন ‘দেশের মোট জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। আমরা যদি পিছিয়ে থাকি তাহলে দেশ কিভাবে এগিয়ে যাবে। আসুন আমরা সবাই হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে ছোট বড় যে কোন উদ্যোগ নেই, ব্যবসার দিকে মনোযোগ দিয়ে নিজে স্বাবলম্বী হই ও দেশকে এগিয়ে নিয়ে যাই। এমন একটি প্রশিক্ষণ আমাদের জন্য অনেক সহায়তা করবে এবং এজন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিডব্লিউসিসিআইয়ের সভাপতি সেলিমা আহমাদ আপা সহ অত্র প্রতিষ্ঠানের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সামনেও অত্র প্রতিষ্ঠান আমাদের পাশে থাকবে বলে আমরা আশা রাখছি’। প্রশিক্ষণে আশা সকলে এ ধরণের প্রশিক্ষণ পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং প্রশিক্ষণ সমন্বয়ের জন্য প্রশিক্ষকদের ও সাহেরা বানুকে সবাই ধন্যবাদ জ্ঞাপন করেছেন। উল্লেখ্য দেশের প্রায় ১৫৫টি উপজেলায় ২টি মডিউলের উপর নারী উদ্যোক্তাদের এ প্রশিক্ষণ কার্যক্রম দেয়া হচ্ছে বলে গণমাধ্যমকে জানানো হয়েছে।
এই বিভাগের আরো খবর