শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৫ জুন ২০১৭   আপডেট: ১৫ জুন ২০১৭

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ ডটকম) : নারায়ণগঞ্জ জেলার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আইনজীবী ভবনে এ বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট দিপুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহিদুল ইসলাম, নারী ও শিশু ট্যাইবুনাল বিজ্ঞ জেলা জজ আমজাদ হোসেন, এডভোকেট ওয়াজেদ আলী খোকন পিপি, আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এডভোকেট পলু, সাবেক সভাপতি এডভোকেট আব্দুল বারী ভূইয়া, সাবেক সভাপতি এডভোকেট আমিনুল হক, সাবেক সভাপতি এডভোকেট সাখাওয়াত হোসেন, সাবেক সভাপতি এডভোকেট আব্দুর রসিদ ভ’ইয়া, সাবেক সাধারন সম্পাদক এডভোকেট আসাদুজ্জামান, সাবেক সাধারন সম্পাদক এডভোকেট খোকন  সাহা, সাবেক সাধারন সম্পাদক এডভোকেট জুয়েল, সাবেক সাধারন সম্পাদক জাকির হোসেন সহ অনেকে। বিদায় লগ্নে সৈয়দ এনায়েত হোসেন বলেন, হয়তো আমার সাথে আর কখনো আপনাদের দেখা নাও হতে পারে তবে দেখা হলে আপনাদের যদি কখন ও কোন উপকারে আসতে পারি তবেই আমার বড় স্বার্থকর্তা। উল্লেখ্য, নারায়ণগঞ্জ আদালতে সাড়ে আট বছর যাবৎ সহকারী জজ নারী ও শিশু এবং বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ হিসাবে দায়িত্ব পালন করেন সৈয়দ এনায়েত হোসেন। জেলার আলোচিত ৭ হত্যা ৫ হত্যা মামলার রায়সহ অসংখ্য রায়ের মাধ্যমে তিনি নিজেকে সন্মানের আসনে উপনিবেশ করেছেন।
এই বিভাগের আরো খবর