বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ পুলিশের সোর্স পরিচয় দানকারী শাকিল গ্রেপ্তার

প্রকাশিত: ১২ জুন ২০১৭   আপডেট: ১২ জুন ২০১৭

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ ডটকম) : সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পুলিশের সোর্স পরিচয় দানকারী শাকিল (২১) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জুলহাস উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মিজমিজি আব্দুল আলী পুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে ছাড়িয়ে নিতে একাধিক ব্যাক্তিকে মৌচাক বাসষ্ট্যান্ড এলাকায় তদবির করতে দেখা যায়। ধৃত শাকিল মিজমিজি আব্দুল আলী পুল এলাকার সুবেদ আলীর বাড়ীর ভাড়াটিয়া মৃত আনু মিয়া ও ওই এলাকার চিহ্নিত মাদক স¤্রাজ্ঞী মনোয়ারা বেগমের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত শাকিল নিজেকে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সোর্স পরিচয়ে এলাকায় দাবড়িয়ে বেরায়। তার সাথে পুলিশের সখ্যতার কারনে তার মা মনোয়ারা বেগম এলাকায় নির্বিঘেœ মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। শহিদ ও রোস্তম আলীসহ তাদের কয়েকজন সেলসম্যান রয়েছে। মিজমিজি আব্দুল আলী পুল এলাকার হাসান ও মোশারফ নামে দুই ব্যক্তির নাম ব্যবহার করে এসব অপকর্ম করে বেরাচ্ছে বলেও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এলাকাবাসীর দাবী তাদের মা ছেলেকে গ্রেপ্তার করলেই এ এলাকা থেকে মাদক মুক্ত করে যুব সমাজকে রক্ষা করা সম্ভব হবে। অপর একটি সূত্র জানায়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে উদ্ধারকৃত মাদক থেকে একটি অংশের ভাগ পায় সোর্স শাকিল। আর সে মাদক তার মায়ের মাধ্যমে এলাকায় সরবরাহ করে থাকে। এছাড়াও কক্সবাজার থেকে মাদক পাচারকারীরা মাদকের চালান এনে তাদেরকে দিয়ে যায়। সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জুলহাস উদ্দিন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্র আইনে মামলা দায়ের করা হচ্ছে।
এই বিভাগের আরো খবর