শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

রাতের আঁধারে একটি স্বার্থান্বেষী মহল বিএনপির জেলা কমিটি এনেছে : অ্যাড. তৈমূর

প্রকাশিত: ১১ জুন ২০১৭   আপডেট: ১১ জুন ২০১৭

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ ডটকম) : একদল স্বার্থান্বেসী নেতারা রাতের আঁধারে নারায়ণগঞ্জ জেলা বিএনপির পকেট কমিটি নিয়ে এসেছে। তারা ঘরে বসে এসির বাতাসে রাজনীতি করেন। নেতাকর্মীদের কোন খোঁজ খবর তারা নেন না। কুতুবপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাড. তৈমূর আলম খন্দকার এসব কথা বলেন। কুতুবপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ আল-আমিনের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন,ফতুল্লা থানা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, ফতুল্লা থানা শ্রমিকদলের সভাপতি মোঃ বাবুল আহম্মেদ, ফতুল্লা থানা বিএনপি নেতা হাজী মোঃ শহীদুল্লাহ, সাবেক কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আলহাজ্ব তৈয়বুর রহমান, কুতুবপুর ইউনয়ন বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম মাদবর। ফতুল্লা থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খান, কুতুবপুর ইউনিয়ন যুবদলের আহ্ববায়ক মো. কামাল হোসেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন অ্যাড. তরিকুল ইসলাম তারেক। তৈমূর আরো বলেন, যারা পকেট কমিটি করে এনেছেন। তারা এখন পর্যন্ত বলতে পারবেন না কারা দলের ত্যাগী নেতাকর্মী। আমি তৈমুর আলম বলতে পারব প্রত্যেকটি ইউনিয়ন বিএনপির ত্যাগী নেতাকর্মীর নাম। ইফতার মাহফিলে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টু বলেন, এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করায় অনেক নেতাকর্মীরাই ভেবেছিলেন আমি মনে হয় আওয়ামী লীগে যোগ দিব। যদি আওয়ামী লীগে যোগ দিতাম তাহলে আজকে বিএনপির এই ইফতার মাহফিলে আসতাম না। আমি স্বতন্ত্র থেকে নির্বাচন করেছি একমাত্র এই চেয়ারটা ঠিক রাখার জন্য। আমি এই চেয়ারে আছি মানে আপনাদের বিপদে আপদে যে কোন সমস্যা আমার কাছে বলবেন আমিই সমাধান করব। ফতুল্লা থানা বিএনপির কমিটিতে দুইটি ভাগ হয়েছে বলে মনে করেন তৃণমূল নেতাকর্মীরা। এক শাহ্ আলম পন্থী অপরটি আমি। আমরা যারা এখানে আছি আমরা সবাই একসাথেই থাকব। একসাথে থাকলে কেউ আমাদের বিভক্ত করতে পারবে না।
এই বিভাগের আরো খবর