শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

এক্স-ক্যাডেট এসোসিয়েশনের উদ্যোগে কোরআন শরীফ ও ঈদ বস্ত্র বিতরণ

প্রকাশিত: ৯ জুন ২০১৭   আপডেট: ৯ জুন ২০১৭

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ ডটকম) : বাংলাদেশ এক্স-ক্যাডেট এসোসিয়েশন নারায়ণগঞ্জ ইউনিট এর ইফতার মাহফিল অনুষ্ঠানে মাদ্রাসার হাফেজ ছাত্রদের মাঝে কোরআন শরীফ ও ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার চাষাঢ়ায় হোয়াইট হাউস রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আলহাজ্ব সাইফুল ইসলাম। অনুষ্ঠানে ফতুল্লার আলহাজ্বা আছিয়া ছাদেক নূরানী মাদ্রাসা ও এতিমখানার ২০ জন হাফেজ ও ২ জন শিক্ষককে পবিত্র কোরআন শরীফ ও ঈদ বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি তোলারাম কলেজের সহকারী অধ্যাপক লে. জীবন কৃষ্ণ মোদক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক কাজী আনিসুর রহমান, রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত যুব সংগঠক আলহাজ্ব এস.এম আরিফ মিহির, বাংলাদেশ এক্স-ক্যাডেট এসোসিয়েশন নারায়ণগঞ্জ ইউনিট সাবেক আহ্বায়ক আবুল খায়ের, প্রচার সম্পাদক মাহবুবুর রহমান, দপ্তর সম্পাদক কাইয়ুম সিদ্দিকী শাওন, রাকিবউদ্দিন প্রমুখ। ইফতার মাহফিলে দেশ ও জাতির সমৃদ্ধ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এই বিভাগের আরো খবর