শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

শহীদ জিয়া এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে : অ্যাডভোকেট জাহাঙ্গীর

প্রকাশিত: ২৮ মে ২০১৭   আপডেট: ২৮ মে ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (আড়াইহাজার) : শহীদ জিয়াই এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন। কিন্তু শেখ হাছিনার সরকার যখনই ক্ষমতায় আসেন,তখনই গণতন্ত্র এদেশ থেকে নির্বাসিত হয়ে যায়। মানুষের ভোটের অধীকার, রাজনৈতিক দলের সভাসমাবেশ করার অধীকার খর্ব হয়ে যায়। শহীদ জিয়ার ৩৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর একান্ত স্বাক্ষাতকারে এসব কথা বলেন। তিনি আরও বলেন, শহীদ জিয়ার আর্দশকে বুকে ধারণ করে রাজনীতি করতে হবে। কমিটির সকল ক্ষেত্রেই নিবেদিত প্রাণনেতাকর্মীদের সমম্ময় করতে হবে। অনেকে আছেন দিনের বেলায় আওয়ামী লীগ করে, আর রাতের বেলায় বিএনপির রাজনীতি করেন। এমন অনেক নেতাই বর্তমানে কমিটিতে প্রবেশের চেষ্টা চালাচ্ছেন। সুবিধাবাদী লোকদের দিয়ে কমিটি করা হলে বিএনপির ঘুরে দাঁড়ানো কষ্ট হয়ে যাবে। আগামী একাদশ নির্বাচনে অংশ নিতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নীতি বির্বচিত নেতাদের প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে। গঠনমূলক রাজনীতির দিকে আমাদের সকলকে এগুতে হবে। বেগম জিয়ার প্রকাশিত “ভিশন ২০৩০” আমাদের বাস্তবায়ন করতে হবে। “ভিশন” প্রকাশের পর বর্তমান সরকার চিন্তিত হয়ে পড়েছেন। বিএনপির প্রকাশিত ভিশনে রয়েছে শহীদ জিয়ার দেশগড়া মূলমন্ত্র। এটিকে আমাদের বাস্তবায়ন করতে হলে বেগম জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে। দেশ একটি ক্লান্তিকাল অতিবাহিত করছে। এ থেকে পরিত্রাণ পেতে হলের আগামী নির্বাচনে ভোটের অধীকার নিশ্চিত করতে হবে। প্রতিটি ক্ষেত্রেই আমাদের দক্ষ ও শিক্ষিত লোকদের অগ্রাধীকার দিতে হবে।
এই বিভাগের আরো খবর