বুধবার   ২৪ এপ্রিল ২০২৪   বৈশাখ ১১ ১৪৩১

লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব উপলক্ষে মতবিনিময় সভা

প্রকাশিত: ২৪ মে ২০১৭   আপডেট: ২৪ মে ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (সোনারগাঁ) : সোনারগাঁয়ের বারদী এলাকায় আগামী ৩ জুন হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় গুরু শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১২৭তম তিরোধান উৎসব ও তিন দিন ব্যাপী মেলা উপলক্ষে বুধবার বিকেলে লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়ার সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর ইসলাম, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) সাজেদুর রহমান, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মঞ্জুর কাদের (পিপিএম), সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামছুল ইসলাম ভূঁইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুবায়েত হায়াত শিপলু, নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম গোলাম মোস্তফা, বারদী ইউপি চেয়ারম্যান জহিরুল হক, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শংকর কুমার সাহা, সোনারগাঁ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি লোকনাথ দত্ত, বারদী আশ্রম কমিটির সাধারণ সম্পাদক বিজয় কুমার মোদী প্রমুখ। মতবিনিময় সভায় ‘উৎসব ও মেলা’ চলাকালে গোটা এলাকা সিসি ক্যামেরার আওতাভুক্ত রাখার পাশাপাশি পূণ্যার্থীরা যাতে ছিনতাই, ইভটিজিং, পকেটমার, মাদকাসক্ত, সন্ত্রাস ও জঙ্গী হামলা থেকে নিরাপদে থাকে সেজন্য পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া এই উৎসব পবিত্র রমজান মাসে অনুষ্ঠিত হওয়ায় মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানাদী পালনে যাতে কোন সমস্যা না হয় সেই ব্যবস্থা রাখার পাশাপাশি উপজেলা আওয়ামীলীগ ও স্থানীয় ইউপি চেয়ারম্যানদের পক্ষ থেকে পূর্বের ন্যায় স্বেচ্ছাসেবক মোতায়েন, জেনারেটর ব্যবস্থা, পূণ্যার্থীদের খাবার পানি ও চিকিৎসাসেবার পর্যাপ্ত ব্যবস্থাসহ রাস্তায় যানজট নিরসনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।
এই বিভাগের আরো খবর