বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

নারায়ণগঞ্জের ৫ আসনেই অংশ নিবে আওয়ামীলীগ-বিএনপি : অপেক্ষা হাই কমান্ডের

প্রকাশিত: ২০ মে ২০১৭   আপডেট: ২০ মে ২০১৭

স্টাফ রিপোর্টার ( যুগের চিন্তা ২৪ ডটকম ) : একাদশ জাতীয় নির্বাচনকে ঘিরে ৫ টি আসনেই প্রার্র্থী দেয়া নিয়ে শুরু হয়ে গিয়েছে দ্বি-মুখী লড়াই। ইতিমধ্যেই রাজনৈতিক প্রধাণ দুই দলের বিভিন্ন সভা সমেবেশে ও বক্তব্যে চলে আসছে নারায়ণগঞ্জের-৫ টি আসনেই প্রার্থী দেয়া নিয়ে তাদের জোড়ালো দাবী। নির্বাচন নিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে দলকে গুছাতে চলছে আগাম প্রস্তুতি। তবে প্রার্থী  হওয়ার স্বপ্নে এখনো অনেকে নেতারাই বিভোর হয়ে গোপনে চালাচ্ছে প্রস্তুতি। যদিও দলীয় সিদ্ধান্তে উপনিত প্রার্থীর নাম নিয়ে কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। তাই সকলেই দলীয় হাই কমান্ডের অপেক্ষায় রয়েছে। এদিকে গতকাল থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রস্তুতির কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জ সহ আরো কয়েকটি জেলার আওয়ামী লীগ নেতাদের তলব করেন। যেখানে নাম আসে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই,  সেক্রেটারী আবু হাসনাত শহীদ বাদল, মহানগরের সভাপতি আনোয়ার হোসেন,  সেক্রেটারী  এ্যাড. খোকন সাহা। আর এই সভা থেকে সংসদ নির্বাচনে কী ধরনের প্রার্থীরা মনোনয়ন পেতে পারেন, কিভাবে দলকে আরও সুসংগঠিত করা যায়, বিবিধ ধারণা দেয়া হয়। ইতোমধ্যেই নারায়ণগঞ্জের ৫টি আসনেই আওয়ামীলীগের প্রার্থী দিতে হবে বলে তৃণমূলের দাবী জানায়। যা সম্প্রতি কাঁচপুরে অনুষ্ঠিত একটি শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, বিশেষ অতিথি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল ইসলাম ও নওফেলের কাছে সাফ জানিয়ে দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। এছাড়াও আগামী সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের ৫টি আসনে আওয়ামীলীগের প্রার্থীদের জয় নিশ্চিত করার তাগিদ দিয়েছেন সংরক্ষিত আসনের মহিলা এমপি এ্যাড. হোসনে আরা বাবলীসহ মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আনোয়ার হোসেন। অপরদিকে, এই মাসের ৭ই মে জেলা বিএনপির প্রতিনিধি সম্মেলন ও ৯ই মে মহানগর বিএনপি কর্মীসভা করেছে। জেলার এই সফরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। তিনি বলেন আসন্ন নির্বাচনে সুষ্ঠু পরিবেশ হলে অবশ্যই নারায়ণগঞ্জের ৫টি আসনেই বিএনপির প্রার্থী দেয়া হবে। এসময় তিনি দলের মধ্যে কোন দ্বন্দ্ব সৃষ্টি না করে খালেদা জিয়ার নির্দেশে নির্বাচনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।
এই বিভাগের আরো খবর