শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

মাদক সন্ত্রাস ও জঙ্গীবাদ মুক্ত নারায়ণগঞ্জ গড়তে সহযোগিতা চাই : অতিরিক্ত পুলিশ সুপার

প্রকাশিত: ৯ মে ২০১৭   আপডেট: ৯ মে ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (সিদ্ধিরগঞ্জ) : মাদক সন্ত্রাস ও জঙ্গীবাদ মুক্ত নারায়ণগঞ্জ গড়তে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন জেলা পুলিশ প্রশাসনের অতিরিক্ত পুলিশ সুপার মতিয়ার রহমান। বর্তমানে সন্ত্রাস ও জঙ্গীবাদ আর্ন্তজাতিক সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে। এ সমস্যাকে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া প্রতিরোধ করা সম্ভব নয়। মঙ্গলবার দুপুরে নাসিক ৩নং ওয়ার্ডের মাদানীনগর জোড়া ব্রীজ এলাকায় সিদ্ধিরগঞ্জ থানার উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে নাগরিকদের মধ্যে ভাড়াটিয়া তথ্য ফরম বিতরন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে সর্বস্তরের জনগনের উদ্দেশ্যে এ আহ্বান জানায়। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক অঞ্চল) মো: শরফুদ্দীন আহমেদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) আব্দুর রশিদ, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান, সাধারন সম্পাদক হাজী ইয়াছিন মিয়। প্রধান অতিথির বক্তব্যে মতিয়ার রহমান আরো বলেন, আমরা ওই ব্যক্তিরাই তথ্য সংগ্রহ করবো, যারা ৬ মাস ১ বছর যাবৎ ভাড়াটিয়া হিসাবে বসবাস করছেন। ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের জন্য স্থানীয় বাড়ীওয়ালা, গণ্যমান্য ব্যক্তি ও কমিউনিটি পুলিশসহ সবাই পুলিশকে সহযোগিতা করবেন। কোন ব্যক্তির বাসা বা ফ্লাট ঘন ঘন পরিবর্তন পরিলক্ষিত হলে অবিলম্বে তাদের গতিবিধি পর্যবেক্ষন করে স্থানীয় পুলিশ প্রশাসনকে অবহিত করবেন। আবশ্যই আপনার পরিচয় গোপন রাখা হবে। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের লক্ষে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের জন্য সিদ্ধিরগঞ্জ থানা এলাকাকে ১৭টি ব্লকে ভাগ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। প্রতিটি ব্লকে ১টি টিম দায়িত্ব পালন করবেন। প্রতিটি টিমে ২জন করে এসআই ও ১জন করে এএসআই এবং ৫জন করে পুলিশ সদস্য রাখা হয়েছে। সিদ্ধিরগঞ্জের ১৭টি ব্লকের ১৭টি টিমের তদারকি করবেন অতিরিক্ত পুলিশ সুপার (ক অঞ্চল) মো: শরফুদ্দীন আহমেদ ও সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. শরাফত উল্লাহ। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. শরাফত উল্লাহর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহ আলম, প্রচার সম্পাদক তাজিম বাবু, নাসিক ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল, ১নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসান, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মাকসুদা মোজাফ্ফর, ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম ও সাবেক কাউন্সিলর আব্দুর রহিম প্রমূখ। আলোচনা সভা শেষে বাড়ির মালিকদের মধ্যে তথ্য ফরম বিরতণ করা হয়।
এই বিভাগের আরো খবর