শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

মহাসড়কে লেগুনা চলাচলের নিষেধাজ্ঞার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

প্রকাশিত: ৫ মে ২০১৭   আপডেট: ৫ মে ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (রূপগঞ্জ) : ঢাকা-সিলেট মহাসড়কে লেগুনা চলাচলের উপর অলিখিত নিষেধাজ্ঞা দিয়েছে কাঁচপুর হাইওয়ে পুলিশ। এর প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব বিশ্বরোড এলাকায় শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে লেগুনা মালিক ও চালকরা ঢাকা-সিলেট মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। তারাব রেগুনা আঞ্চলিক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি নাফিজ ইকবাল জিতু সাধারণ সম্পাদক হাজী ছারোয়ার হোসেন রাছেল, মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, নূরুল ইসলামসহ প্রায় ৪০০ মালিক, চালকরা এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে করেন। বিক্ষোভকারীরা বলেন, লেগুনা বন্ধ হলে ৭০০ পরিবার দেখবে কে ? অযৌক্তিক নিষেধাজ্ঞা তুলে নেয়া হোক। মালিক সমিতির সভাপতি আব্দুল খালেক বলেন, কাঁচপুর-ভূলতা ও যাত্রাবাড়ি- বরপা, গন্ধর্বপুর পর্যন্ত প্রায় ২৪০টি লেগুনা চলাচল করে। এতে মালিক ও চালকসহ প্রায় ৭০০ পরিবার জড়িত। লেগুনা মালিক দ্বীন ইসলাম বলেন, ব্যাংক থেকে ৫০ লাখ টাকা লোন নিয়ে ৪টা গাড়ি কিনেছি প্রায় ৮ মাস আগে। প্রতি মাসে ১ লাখ ২০ হাজার টাকা কিস্তি দিতে হয়। গাড়ি না চলতে পারলে এখন এ টাকা কোথায় পাব। লাইন ম্যান আজিজুল হক বলেন, লেখাপড়া কম আমার। চাকরী করি লাইন ম্যানের। লেগুনা বন্ধ হয়ে গেলে আমি বেকার হয়ে যাব। আমার সংসারের খরচ কোথায় পাব। এ ধরনের হতাশা জনিত অভিযোগ অনেকের। এ ব্যাপারে কাঁচপুর হাইওয়ে পুলিশের (ওসি) শেখ শরিফুল আলম বলেন, উপরের নির্দেশ আমাকে পালন করতে হয়। লেগুনা মহাসড়কে না চলার নির্দেশ পেয়েছি তাই বন্ধ করে দিতে হয়েছে।
এই বিভাগের আরো খবর