শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

রূপগঞ্জে তারাব পৌর কর্মকর্তাদের অবস্থান কর্মসূচি পালিত

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৭   আপডেট: ২৬ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (রূপগঞ্জ) : বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের দাবীতে সারাদেশের ৩২৬টি পৌরসভার সাথে একাত্বতা ঘোষণা করে তারাব পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা বুধবার বেলা ১১ টার দিকে পৌরসভার সামনে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেছে। অবস্থান কর্মসূচিতে বক্তাগণ বলেন, বাংলাদেশ সরকারের সংবিধানের ৫৯ (১) অনুচ্ছেদে পৌরসভা প্রশাসনিক একাংশ নিবার্হী বিভাগের অংশ এবং ৫৯ (২) অনুচ্ছেদে পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদেরকে সরকারী কর্মচারী মর্যাদা প্রদান করেছেন। যা স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০১০ (২০১০ সনের ৫২ নং আইন) এর ৫ ধারায় স্বীকৃত। একই আইনে ১২৬ ধারা অনুযায়ী পৌর মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারী এবং পৌরসভার  পক্ষে কাজ করার জন্য যথাযথ ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি দন্ডবিধির ধারা ২১ অনুযায়ী সেবক। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান দেশ গড়ার  প্রারম্ভে পৌরসভা কর্মকর্তা কর্মচারীদের বেতন-ভাতা জাতীয় বেতন স্কেলের অর্ন্তভূক্তির নিদের্শ প্রদান করেন। ১৯৯৬ সালে তৎকালিন স্থানীয সরকার, পল¬ী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী (পরবর্তীতে রাষ্ট্রপতি) জিল্লুর রহমান বাংলাদেশ সিটি ও পৌর কর্মচারী ফেডারেশনের সমাবেশে কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন সুবিধা সরকারের রাজস্ব তহবিল হতে প্রদানের ঘোষণা প্রদান করেছিলেন এবং সে লক্ষে তিনি কাজও করেছিলেন। কিন্তু অদ্যবধি তা বাস্তবায়িত হয়নি। বক্তাগন আরো বলেন, পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা পৌরসভা হতে নিয়মিত বেতন-ভাতা না পাওয়ার কারনে অনেক কর্মকর্তা –কর্মচারী না খেয়ে দিনাতিপাত করছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ২২ হাজার পৌর কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতাসহ সকল সুবিধা সরকারী রাজস্ব তহবীল হতে প্রদান করার জন্য আবেদন জানান। অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন তারাব পৌরসভার নিবার্হী প্রকৌশলী জেড. এম আনোয়ার, সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম,উপ-সহকারী প্রকৌশলী মোঃ মোজাহিদুল ইসলাম (তুষার), তোফায়েল আহম্মেদ, নাজমুল ইসলাম, আমিনুল ইসলাম, আব্দুল মতিন প্রমুখ।
এই বিভাগের আরো খবর