বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

আড়াইহাজার থানা জাতীয় পার্টির কার্যকরী সদস্য মোক্তার বহিস্কার

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০১৭   আপডেট: ৫ মে ২০১৭

যুগের চিন্তা ২৪৫ ডটকম (আড়াইহাজার) : আড়াইহাজারে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে থানা জাতীয় পার্টির কার্যকরী সদস্য মোক্তার হোসেন আজাদকে বহিস্কার করা হয়েছে। সোমবার বিকালে বান্টিবাজারে জাতীয় পার্টির কার্যালয়ে থানা জাতীয় পার্টির সভাপতি এড. এমএ হান্নান ও সাধারণ সম্পাদক তাজুল ইসলাম সাংবাদিক সম্মেলন করে তাকে দল থেকে বহিস্কার করেন। এসময় উপস্থিত ছিলেন, থানা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ডাক্তার মো: মোক্তার হোসেন সিকদার, সিনিয়র সহ-সভাপতি হাজী হেলাল, থানা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আলম সিকদার, প্রচার সম্পাদক ছগীর হোসেন, জাতীয় পার্টির নেতা জাহাঙ্গীর আলম, যুবসংহতির সাধারণ সম্পাদক ওলিউল্যাহ মিয়া, বিশ^নন্দী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হবি মেম্বার, ফতেপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মমতাজউদ্দিন, সাধারণ সম্পাদক ছানাউল্যাহ, হাইজাদী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বেনু মিয়া, আড়াইহাজার পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশিক বাবুল চনচল প্রমুখ। এসময় এড. এম এ হান্নান বলেন, জাতীয় পার্টিতে শৃঙ্খলা ভঙ্গকারীদের কোনো ঠাঁই নেই। দলের স্বার্থ বিরোধী কাজে জড়িত থাকা অপরাধে আজাদকে চীরতরে বহিস্কার করা হলো। তার সাথে কেউ পার্টি সংক্রান্ত কোনো যোগাযাগ করবে না। অদ্য তারিখ থেকে আজাদের সঙ্গে জাতীয় পার্টির কোনো সম্পর্ক থাকবে না। সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বলেন, আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে। কোনো বেইমানের স্থান জাতীয় পার্টিতে হবে না। তিনি বলেন, পার্টির গঠনন্ত্রত বিরোধী কোনো কাজ করা হলে বা আজাদের সঙ্গে কেউ কোনো যোগাযোগ করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
এই বিভাগের আরো খবর