শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

সুন্দরবন রক্ষার দাবীতে গণ-অবস্থান কর্মসূচী চলছে

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৭

যুগেরচিন্তা ২৪ ডট কম : পূর্বনির্ধারিত কর্মসূচী অনুযায়ী তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির গণ-অবস্থান কর্মসূচী চলছে। তার অংশ হিসেবে জাতীয় কমিটির নারায়ণগঞ্জ জেলার নেতা কর্মীরা সকাল ১১ টা থেকে ১টা পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান কর্মসূচী পালন করবেন। বাংলাদেশ ছাত্র ফেডারেশণ নারায়ণগঞ্জ জেলার সহ সাধারণ সম্পাদক শুভ দেব জানান,“রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাতিল ও মহাপ্রাণ সুন্দরবন রক্ষার দাবিতে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষায় জাতীয় কমিটি ২০১১ সাল থেকেই ধারাবাহিকভাবে কর্মসূচী পালন করে আসছে। রামপাল প্রকল্প বাতিলের দাবীতে গত ২৬ জানুয়ারী ঢাকায় অর্ধবেলা হরতাল পালন শেষে জাতীয় কমিটির সদস্য সচিব ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মোহাম্মদ দেশব্যাপী এই গণ-অবস্থান কর্মসূচীর ঘোষণা করেন। তিনি আরও জানান, এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রতিদিন সুন্দরবনের মধ্য দিয়ে ১২-১৩ হাজার টন কয়লা বহনকারী জাহাজ যাতায়াত করবে। এই প্রকল্পে প্রতিবছর অন্তত ৪৭ লক্ষ টন কয়লা পোড়ানো হবে। এর ফলে পানি, বায়ু ও মাটিসহ কৃষিজমি ভয়াবহ দূষণের শিকার হবে। এ অঞ্চলের প্রায় ৩৫ লক্ষাধিক  মানুষ তাদের বর্তমান জীবিকা হারাবে। উদ্বাস্তু হবে অসংখ্য মানুষ। প্রাকৃতিক দুর্যোগে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৫ কোটি মানুষের জীবন ও সম্পদ অরক্ষিত হয়ে পড়বে। অরক্ষিত হবে বাংলাদেশ। ঋণ আর বেশি দামের বোঝা জনগণের কাঁধেই চাপবে। সুতরাং বাংলাদেশকে রক্ষা করতে হলে, রক্ষা করতে হবে মহাপ্রাণ সুন্দরবন। আমরা আশা করছি বাংলাদেশ সরকার গনমানুষের এই দাবী মেনে নিয়ে অচিরেই এই সর্বনাশা প্রকল্প বাতিল করবে।”এবং নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষকে এই গণ-অবস্থান কর্র্মসূচীতে অংশগ্রহণের জন্য তিনি আহ্বান জানান।
এই বিভাগের আরো খবর