বুধবার   ২৪ এপ্রিল ২০২৪   বৈশাখ ১১ ১৪৩১

২১ শে ফেব্রুয়ারীতে নাশকতার উদ্দেশ্য: ৩ জেএমবি গ্রেফতার

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৭

যুগরেচন্তিা ২৪ ডট কম (সংবাদ বিজ্ঞপ্তি)  : নারায়ণগঞ্জের কাচঁপুর ও সোনারগাঁয়ে জিহাদী বই, দেশীয় অস্ত্র ও বোমা তৈরীর সরঞ্জামসহ জেএমবির ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গ্রেপ্তারকৃতরা হলো ময়মনসিংহ জেলার মুক্তগাছা থানার মো. মোস্তফা, একই জেলার আবু রায়হান ওরফে হিমেল ও ঢাকা ধামরাইয়ের শরিফুল ইসলাম ওরফে শাহীন। আজ দুপুরে র‌্যাব-১১ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ অধিনায়ক লে. কর্ণেল কামরুল হাসান জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কাচঁপুর ও সোনারগাঁয়ে এলাকা থেকে জিহাদী বই, দেশীয় অস্ত্র ও বোমা তৈরীর সরঞ্জামসহ তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক ধারণা করা হচ্ছে, হয়তো একুশে ফেব্রুয়ারীতে কোন নাশকতার উদ্দেশ্য ছিল তাদের। তারা তিনজনই জেমএবিতে সম্পৃক্ততা স্বীকার করেছে। জেএমবির প্রতিষ্ঠাতা ও প্রাক্তন আমীর এবং মৃত্যুদ- সাজা কার্যকর হওয়া শায়েখ আব্দুর রহমানের পথ অনুস¥রনকারী। আইন শৃংখলা বাহিনীর জঙ্গী বিরোধী অভিযানের কারণে তারা বিভিন্ন  জায়গায় তারা পালিয়ে বেড়াচ্ছে। টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায় সাংগঠনিক কার্যক্রম চালাত এ সদস্যরা।
এই বিভাগের আরো খবর