বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

স্বপ্নভঙ্গে নীল হই

প্রকাশিত: ২৮ আগস্ট ২০১৯  

এই জীবন এক কালিমাময় পথ পেড়িয়ে
পাহাড়ে মুকুট হয়ে দাাঁড়ায়
সময়ের কারাগারে কঙ্কর দেহ হতে 
ধসে যেতে থাকে হিসেবের দিন।


পানির তৃষ্ণায় ও সূর্যের জ্বলন্ত তাপে
সোনালী বৃক্ষ ধুকে ধুকে কাঠ হয়-
এই কাঠের সংসারে মরেও স্বর্গ পায়না বৃক্ষ
বদ্ধ ঘরে থাকে হাজারও সুখ ও দুঃখের সাক্ষি হয়ে।


বিরতহীন পথ চলে
দুপুরের উত্তাপ কপালের উঠানে ঘুমায়
ক্লান্তিগুলো দেহের রস পান করে বাঁচে
আমার চোখে তখন উছলে আসে পরাজয় তন্দ্রা।

 

খুশির করিডোরে স্বপ্নভঙ্গে নীল হই
অন্ধকার হই আঁধারে ঘুমিয়ে ঘুমিয়ে
মনের গহীনে জ্বলে উঠে ঘুনে ধরা শৈশব
কুমিড়ের পেটে দেখি আমার সদ্যজন্মা ভবিষ্যত।


স্বজন নাহিদ