শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

সময়ের দীর্ঘপথ ভ্রমণ

প্রকাশিত: ২৩ আগস্ট ২০১৯  

জীবন ঘুরে ঘুরে দেখি-পৃথিবীর নষ্ট সময়।
শুকুনের কাছে দেখি আমার স্বপ্নগুলো কতটা অসহায়-
শৈশবে যে স্বপ্নে ছিলো সাহসের তীব্রতা।


সময়ের দীর্ঘ পথ ভ্রমণে জীবনে তৃষ্ণা মিটে এলো
ভ্রমণে পেয়েছি হলুদে বসন্ত-সঙ্গীহীনা বর্ষা
বিরহের রৌদ্র-দাহে ঝলসানো মন-
নগরীর রাজপথে ধর্ষিত বোনের চিৎকার
কলমকে পেয়েছি মীর-জাফরের হাতে।


আরও কত কিছু চলে গেছে বুকের হাঁপর দিয়ে
কত সুখে মা কিনেছে আমার কান্না
কত ত্যাগে বোন কিনেছে পোড়া সংসার
কতটা ঝড় গেছে সময় ভ্রমণে; রাষ্ট্র দেখেনি।


আহা জীবন- আহা সময়ের কারাগার!
কতটা পাষাণ তুমি-যা স্রষ্টাও বোঝেনা।

 

আজ এই বেলা শেষে পড়ন্ত জীবনে
সুগভীর নিঃশ্বাসে ঢুকে যেতে থাকে;
ভ্রমণের দীর্ঘশ্বাস। দীর্ঘ হতাশার জীবনে
মলিন হতে থাকে সুখস্মৃতি-

 

মৃত্যুর ডাকে চলে যেতে হবে ;
পরকালে মামলা হবে- বাদী হবো আমি
রাষ্ট্র আমাকে বিচার দেয়নি।

 

স্বজন নাহিদ