শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

শাড়ি

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০১৯  

নীল আকাশের মুখ দেখলেই বুঝে ফেলা যায় তার ভাবসাব, 
এখন কাশফুলের বাড়ন্ত সময়
রাংতার মাখানো জল রঙে একি ক্যানভাস?
নাকি হৃদয়ের প্রস্তাব!

 

আমি সায় দিবো বলে জন্ম নিলাম ফুলের কাছে।
তোমার শাড়ির জমিনে ধবধবে ছাপে শরৎ ফুটবে 
বলে, প্রতিটি ভাঁজের অন্তরালে সৃষ্টি নাকি সঙ্গম?

 

নাকি যুবাদের ছাদে অমিমাংসিত কবিতার প্লট
যে নারী ফেলে আসে বীজ ঋতুর প্রাক্কালে।

 

মিলন মাহমুদ