মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪   বৈশাখ ১০ ১৪৩১

শপথ নিয়ে মাদককে লাল কার্ড 

প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : মাদকের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করে লাল কার্ড দেখিয়েছেন হাজীগঞ্জ এলাকার শতাধিক যুবক।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে শহরের হাজীগঞ্জ ঈদগাহ মাঠে মরহুম ইয়াছিন চেয়ারম্যান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে শতাধিক যুবককে মাদকের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক।

উদ্বোধনী অনুষ্ঠানে নাহিদা বারিক বলেন, খেলাধুলা করলে শরীর মন দুটোই ভালো থাকে। খেলাধুলাকে প্রাধান্য দিতে হবে নইলে যুব সমাজ মাদকসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়বে। হাজীগঞ্জের এই মাঠটিকে বাঁচিয়ে রাখতে হবে। প্রতিদিন সকালে এই এলাকার মুরুব্বিরা মাঠে ব্যয়াম করতে পারে তাহলে তাদের শরীর ও মন দুটোই ভালো থাকবে। আর বিকেলে ছেলেরা খেলাধুলা করতে পারে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে। 
    
 

এই বিভাগের আরো খবর