বুধবার   ২৪ এপ্রিল ২০২৪   বৈশাখ ১০ ১৪৩১

রক্তকরবী 

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২০  

তোমার ডান হাতে আমিও ছিলাম
রক্তকরবী হয়ে, শীতের প্রাক্কালে।
সরল অন্ধকার আর কুয়াশার জমিন
বিছিয়ে শিশিরের চুম্বন, নক্ষত্রের ডালা বদলে।

 

একাকী হৃদয়ের পলস্তারা খসে গেলে তোমার
আঙিনায়, নিশ্চুপ স্মৃতিপট মিনার হয়ে দাঁড়িয়ে
থাকে; সুউচ্চ পিলার হতে একজোড়া চোখের শিকার-
তোমার নৌকার গুলই খুঁজে ফেরে।

 

যেনো আমরা চন্দ্রাহত নীল জোছনায়
শিরীষ পাতার মর্মর শব্দে বিন্দু থেকে সরল রেখায়,
আটকে আছি অথবা বিষাদ নিয়ে স্বস্তি ফেলছি।

 

যেনো আমরা অমরাবতী ঘাট থেকে 
ধবল সারস ঠোঁটের বিলুপ্ত অক্ষর,
স্নানোৎসবে মেতে যাই আর ডুবে যাই গাঙে।

 

কিম্বা শহরের দূর সোডিয়াম আলোর বন্যায়
ভেসে বেড়াই দিকভ্রান্ত আগন্তুকের মতন।
যেনো আমরা চেয়ে চেয়ে পলাতক সেজেছি!
তোমার ডান হাতে আমিও ছিলাম
রক্তকরবী হয়ে, অবশেষে খুন হয়েছি...

 

মিলন মাহমুদ