বুধবার   ২৪ এপ্রিল ২০২৪   বৈশাখ ১১ ১৪৩১

মরণের মত ভয়ানক অপূর্ব আঁধার

প্রকাশিত: ২০ আগস্ট ২০১৯  

পাষাণের রক্তের হলিখেলায়-
পোয়াতি জমিন চিড়ে জন্মাবেনা নবীন বীজ-
বিলের গর্ভ ভেদ করে ফুটবে না শাপলা।

 

নিকোটিন মেঘ যখন; চাঁদের মণিতে ছানি হয়ে ওঠে
কী করে নাচবে বলো আলোয় ভুবন ?
পৃথিবীর কোল জুড়ে নেমে আসে
মরণের মত ভয়ানক অপূর্ব আঁধার।

 

বেওয়ারিশ শুকুনরা খাঁমচে ধরে কলমের চোখ
উম্মাদনায় মেতে উঠে সবুজের মঞ্চে-
শরাবের মতো পান করে কলমেরই আত্মা।

 

আইনের দু'চোখ অন্ধ সেতো ইতিহাস বলে
তাই ওরা চোখে তার থুথু মেরে-
নির্ভয়ে কুকুরে কামড় বসায় কলমের মুখে।

 

হে আইনের বিচারক-
বিছানা পেতে থেকো না বিচারালয়ে।
ঘুমের ঘোর ভেঙে বেরিয়ে এসো-
কারণ তোমাদেরও কলম আছে,
আছে তার যৌবন, ধর্ষিত হতে বেশি দেরি নেই।


হে বিচারক-
এইতো সময় তাক করে কলমের বুলেট ছোঁড়ার।


স্বজন নাহিদ