বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

মন খারাপের অসুখ

প্রকাশিত: ২৫ জুন ২০১৯  

আমার এদেশে মেঘ করেছে
বৃষ্টি এখনো আসে নি,
তোমার ওদেশে বৃষ্টি হচ্ছে
মেঘ কেটে গেছে কখন।

 

তুমি তো বিভোর নতুন আলোতে
মেতেছো বিজয়ী ধ্বনীর উল্লাসে,
পেয়েছো পথ নতুন জীবনে
আমি তো এখনো আধারেই...

 

আমি তো চুপিচুপি মরছি মনের মাঝে
এক বিষন্নতায় ভরা কষ্ট নিয়ে
নীরবতার কবর তৈরি হয়েছে ধীরে ধীরে
আমি তো জীবদ্দশায় মরছি বারে বারে। 

 

আমার জীবনের প্রথম অভিশাপ
শুনো,  শেষ অভিশাপ ও তুমিই

মেঘ করেছে জানো বৃষ্টি এখনো হয় নি
আঁধারে ছেয়ে গেছে মনের আকাশ
বৃষ্টি এসে দিচ্ছে না আমায়
আধার সরানোর আভাস।

 

আমি তো জানি বৃষ্টির পর পরই 
আঁধার সরে গিয়ে ,আলোময় হয় সব
তুমি কী জানো না, আজ বহুদিন
শুনি নি আমি পাখিদের কলরব ?

 

আমার ভীষণ মন খারাপের অসুখ
মন মরে যাবে এ অসুখে
তুমি তো দিব্যি ভালোই আছো
কেড়ে নিয়ে আমার সবটা সুখ।

 

আমি তো কেঁদে মরছি আমার হারানো সুখে
তুমিও কাঁদবে একদিন দেখো 
আমাকে হারানোর শোকে কিংবা দুঃখে।
আমি তো ভুগছি প্রতিনিয়ত-ই
মন খারাপের অসুখে।

 

নাহার রহমান নুপুর