শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

ভিনগ্রহের মহাকাশযান

প্রকাশিত: ৯ অক্টোবর ২০১৮  

ডেস্ক রিপোর্ট (যুগের চিন্তা ২৪) : হঠাৎই রাতের আকাশে আলোর খেলা সঙ্গে আবার শব্দও। এমন রহস্যময় আলো-শব্দে স্বাভাবিক ভাবেই চমকে গেছেন সাধারণ মানুষ। গুঞ্জন ছড়াতে থাকে, ওটা আসলে ভিনগ্রহের মহাকাশযান। কিন্তু পরে সামনে আসল প্রকৃত ঘটনা।

ভারতীয় এক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রাতের আকাশে ওই আলোর ঘটনা ক্যালিফোর্নিয়ার। রোববার রাতে আচমকাই ওই রকম আলো দেখা যায়। রাতের আকাশে কোনও রকমের রহস্যময় আলো বা বস্তু দেখতে পেলেই একদল বরাবরই সেটাকে ভিনগ্রহীদের পৃথিবীতে আসার প্রমাণ হিসেবে দাবি করে এসেছেন। 

তবে সে ব্যাপারে এখন পর্যন্ত কোনও সঠিক প্রমাণ মেলেনি। কিন্তু রোববারের ওই ঘটনার সঙ্গে যে ইউএফও বা অজানা উড়ন্ত বস্তুর কোনও রকমের সম্পর্ক নেই, তা অচিরেই পরিষ্কার হয়ে গেছে।

সেদিন ক্যালিফোর্নিয়ার ভ্যানডেনবার্গ এয়ার ফোর্স বেস থেকে উৎক্ষিপ্ত হয়েছিল স্পেস এক্স ফ্যালকন ৯ নামের একটি রকেট। উৎক্ষেপণও সফলভাবে হয়। রকেটটি আকাশে উঠে যাওয়ার পরে তার একটি অংশ খসে পড়ে। তখনই শব্দ ও আলোর সৃষ্টি হয়। লোকজন সেটাকেই ভুল করে ধরে নেয় অন্য গ্রহের যান হিসেবে।
 

এই বিভাগের আরো খবর