বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪   বৈশাখ ৫ ১৪৩১

বীরাঙ্গনা 

প্রকাশিত: ১১ মার্চ ২০১৯  

আমার মা, তোমার মা
দেশ মাতৃকার মা
একটি নারী দেহ
শকুনের লোলুপ দৃষ্টি 
নোংরা ভাবে ভোগ
আর একটি জাতীয় পতাকা।
মায়ের কষ্ট চাপা আর্তনাদ
জ্বলন্ত অগ্নিমূর্তি 
সন্তান হারা পরিবার হারা দুঃস্বপ্ন 
আজ আমার বাংলাদেশ। 
দেশ আছে সেই মায়ের স্বপ্ন নেই 
মা আছে সন্তান নেই 
শান্তি আছে, স্বস্তি নেই 
উন্নয়ন আছে উদারতা নেই 
মূল্যবোধ আছে, স্বচ্ছলতা নেই 
বীরাঙ্গনা উপাধি আছে
সম্মান নেই 
নেই সুন্দর মানসিকতা 
রয়েছে একটি ভূখণ্ড 
রয়েছে দেশপ্রেম 
রয়েছে অস্হিরতা আর
প্রতিহিংসা আর প্রতিযোগিতার লড়াই। 
তবুও বীরাঙ্গনা আমার মা
আমার দেশ আর জাতির শ্রেষ্ঠ ধর্ম। 

                          —— কামরুন্নাহার লিজা