বুধবার   ২৪ এপ্রিল ২০২৪   বৈশাখ ১০ ১৪৩১

বর্ষা দিনের পদ্য

প্রকাশিত: ১০ জুলাই ২০১৯  

বর্ষা দিনে আমার ঘরে
কেউ ছিলনা আর
হঠাৎ দেখি চৌকাঠে ওই 
তোমার শাড়ির পাড়

 

তারপরে তো তুমি এলে
প্রথম বৃষ্টিপাত
চোখে তোমর জল ছিলনা
বিজলি সম্পাত।

 

চৌদিকেতে ঝম ঝমা ঝম
ঝরছে মুষলধারা
ঘরে মাঝে দুটি হৃদয়
ব্যাকুল আত্মহারা।

 

এমন দিনে উতলা প্রেম 
জন্ম দিল সদ্য
কান বাজে প্রাণে বাজে
বর্ষা দিনের পদ্য।

 

জাহাঙ্গীর ডালিম