শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

বন্দরে ২ গ্রামে সাপ আতংক

প্রকাশিত: ২০ জুন ২০১৯  

বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরে র্দীঘ দিন ধরে বিষধর সাপ আতংকে ভূগচ্ছে ঘারমোড়া ও বুরুন্দী এলাকাবাসী। সেনেটিশন মিস্ত্রি জামাল নিহত হওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতে ২৪ দিনের ব্যবধানে জুয়েল নামে আরো এক দিনমজুরকে আবারও সাপে কেটেছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। 


বৃহস্পতিবার দুপুরে বন্দর উপজেলার বুরুন্দী এলাকার সুরুজ মিয়ার পুকুর পরিস্কার করে তীরে উঠার সময় দিনমজুরকে বিষাক্ত কিংকোবরা  ছোবল মারে। 


স্থানীয় এলাকাবাসী মুমুর্ষ অবস্থায় জুয়েলকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে প্রেরণ করেছে। দিনমজুর জুয়েল বন্দর উপজেলার ঘারমোড়াস্থ কাজীপাড়া এলাকার আনার কাজী মিয়ার ছেলে। 


উল্লেখ্য, গত ২৪ দিন পূর্বে বুরুন্দী এলাকায় গুইসাপ ও কিংকোবরা সংঘর্ষ থামাতে গিয়ে সেনিটেশন মিস্ত্রি জামাল মিয়া কিংকোবরা কামড় খেয়ে মৃত্যু বরণ করে। 


এই রেশ কাটতে না কাটতে ২৪ দিনের ব্যবধানে এবার দিন মজুর জুয়েল পুকুর পরিস্কার করতে গিয়ে কিংকোবরা ছোবল খেয়ে মারত্মক ভাবে আহত হয়।


এ রির্পোট লেখা পর্যন্ত তার অবস্থা আশংকা জনক বলে তার পরিবার সূত্রে জানা গেছে। 
 

এই বিভাগের আরো খবর