শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

বন্দরে আরেক করোনা রোগী শনাক্ত

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২০  

বন্দর (যুগের চিন্তা ২৪) :  বন্দরে আরেক করোনা রোগী শনাক্ত হয়েছে। করোনা রোগীর নাম হলো আব্দুর রহিম(৫০)। সে কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকার মৃত অসীমউদ্দিনের ছেলে। তার স্বপরিবারে বন্দর বাজারস্থ মজিবর রহমানের বাড়িতে ভাড়া থাকেন । তিনি কুয়েত মৈত্রী হাসাপাতালে চিকিৎসাধীন বলে পুলিশ জানায়। এর আগে করোনা আক্রান্ত হয়ে মারা যান বন্দরের রসুলবাগ এলাকার শিউলী ওরফে পুতুল (৫০)নামে এক নারী। 

 

বন্দর থানার সহকারী পুলিশ পরিদর্শক তালেব হোসেন জানান, জ¦র -ঠান্ডা  ও কাশিতে ভুগছিলেন আবদুর রহিম। গত ৬ এপ্রিল তাকে কুয়েত মৈত্রী হাসাপাতালে ভর্তি করা হয়। বুধবার করোনা টেস্টে পজেটিভ আসে।  
বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, করোনা পজেটিভ আসার পর মজিবর রহমানের বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে। ওই এলাকায়  সতর্কতামূলক সাইনবোর্ড টানিয়ে দেয়া হয়েছে।

 

এ ব্যাপারে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার জানান, বন্দরে আরেকজনের করোনা পজেটিভের খবর পেয়েছি। পুরো নারায়ণগঞ্জ এখন লকডাউনে। তাই ওই এলাকাকে আলাদাভাবে লকডাউনের কিছু নেই। সবাইকে লকডাউন মানতে হবে। 
 

এই বিভাগের আরো খবর