বুধবার   ২৪ এপ্রিল ২০২৪   বৈশাখ ১১ ১৪৩১

প্রশ্ন 

প্রকাশিত: ৮ মার্চ ২০১৯  

রাত জাগা চোখের নদী কত দূর বয়ে গেলে পৌঁছানো যাবে তোমার কাছে ? 
এই মরা চোখের জল কতটা গড়ালে 
ভিজবে তোমার পাথর হৃদয় ? 


কতটুকু ভষ্ম হলে উড়ে যাবে দুঃখের মেঘমালা ? হৃদয় কতটা চূর্ণ হলে ফুটবে গোলাপ 
তোমার উষর মরুসম হৃদয়ে? 
অপেক্ষার রজনী কত দীর্ঘ হলে 
তারপর তুমি কাছে ডেকে নেবে, বলো ? 


গোলাম কবির