শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

প্রবণতা

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৯  

ঝুঁকে পড়ি তোমার দিকে
তোমার কোচরে রাখা শরতের কাঁশফুল 
কিম্বা সাদা মেঘগুচ্ছের সুকেস থেকে -
নামিয়ে আনি সংকেত, বিহ্বলতা। 

 

আমি এভাবে ঝুঁকে পড়ার আগে ভাবিনি
কতো সহজে দ্বিতীয় পত্রের প্রশ্নের মতন ধাঁধা
হয়ে যাবো, আগুন হয়ে যাবো যমুনার জলে...

 

এইসব ঘোর বিরোধী আত্মবিলাপ আমাকে
খেয়ে ফেলে, আমার দু হাত থেকে বিশ আঙুলের
বিচ্ছুরণ নিয়ে ছুটে যায় মহীনের ঘোড়াগুলো... 

 

উলঙ্গ ঘাস ক্ষেতের বিছানায় শুয়ে থাকা নক্ষত্রের
ফুল, জলজ ঢেউয়ের শব্দঋণ আমার ললাট ছুঁয়ে

নেমে যায় বরফের কাচঘরে;

মুখোমুখি হলে গলে যাওয়ার উপক্রম হয়, 

 

তখন শুধু আমার শূন্য বাঁধন-
একটা প্রবণতা নিয়ে হাঁটে, যেতে যেতে পৌঁছে
যায় তোমার কাজলরেখা চোখে!
 

মিলন মাহমুদ