বুধবার   ২৪ এপ্রিল ২০২৪   বৈশাখ ১১ ১৪৩১

পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০১৯  

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে বকেয়া বেতন-ভাতার দাবিতে একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। পরে শ্রমিকদের বিক্ষোভের মুখে মালিকপক্ষ বেতন ভাতা পরিশোধ করলে শ্রমিকরা কাজে যোগদান করেন।

 

সোমবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার তারাব পৌরসভার বরাবো এলাকার ম্যাক্স সোয়েটার কারখানায় শ্রমিকদের মাঝে এ অসন্তোষ দেখা দেয়।

 

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, গত মাসের বকেয়া বেতন পাওনা ছিলো শ্রমিকরা। এ মাসের ১০ তারিখরে মধ্যে বেতন ভাতা পরিশোধ করার কথা থাকলেও মালিকপক্ষ তা পরিশোধ করেনি। শ্রমিকদের দাবির প্রেক্ষিতে সোমবার সকালে বেতন পরিশোধ করার কথা ছিলো। সকাল ১০ টার দিকে কারখাানার কর্তৃপক্ষ কারখানায় আসলে শ্রমিকরা বেতন দাবি করে। 

 

কিন্তু কারখানা কর্তৃপক্ষের লোকজন টালবাহনা করতে থাকে। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বেতন আদায় করে দেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হয়। পরে বিকেলে বেতন ভাতা পরিশোধ করা হলে তারা কাজে যোগদান করেন।

 

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

এই বিভাগের আরো খবর