বুধবার   ২৪ এপ্রিল ২০২৪   বৈশাখ ১১ ১৪৩১

নতুনেরা পথ ছাড়েনি

প্রকাশিত: ৩১ আগস্ট ২০১৯  

যে আগুন ছড়িয়েছে
তা ছিলো বকুল ফুলে,
আর, 
কিছুটা মানুষ মানুষির বুকে।

 

বারুদ জমেছে সিনায় ক্ষোভে
তার তত্ত্ব তালাশ কি তোমরা ফ্যাসিস্ট
রাখোনি?

 

ডাগর চোখের রাগের হিসেব কষে 
রক্তজবার চাঁদ উঠেছে,
তোমরা কী তা দেখোনি ?

 

একটা ভীষণ দাবানল আর
ভীষণ প্রিয় যুদ্ধে,
নতুনেরা পথ ছাড়েনি।

 

মিলন মাহমুদ