বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪   বৈশাখ ৫ ১৪৩১

ত্বকী

প্রকাশিত: ২৪ মে ২০১৯  

এই মাটিতেই একদিন ভোরের আলোয় জন্মেছিল আমাদের সন্তান, ত্বকী
সূর্য যেমন ভোর পেড়িয়ে ধীরে ধীরে ত্যাজ-দীপ্ত হয়ে উঠে 
ঠিক তেমনি আমাদের সন্তান ত্বকীও বেড়ে উঠছিল


প্রতিদিন আলো ছড়িয়ে ছন্নছাড়া নগরের মায়া কাননে এঁকে যেত সুশোভিত চিত্র 
আমাদের ত্বকী নরোম পা'য় মারিয়ে যেত দিগন্তের পথ 
কখনো নিজের হিসেব করেনি, শিশু বয়সেই মানুষের কথা ভাবত;


হৃদয় নিংড়িয়ে ভালবাসার বীজ বুনেছিল ত্বকী
প্রকৃতির কোলে উজ্জ্বল নক্ষত্রের দেখা মেলে ওর 


আমাদের সন্তান বিদায়ের আগে মা'কে বলেছিল ; যাই
মা সরল ভাষায় জবাব দেয়;
সুধীজনের কাজ শেষে সোজা ঘরে ফিরবি 
জ্বি মা, ত্বকী দরজা খুলে সিঁড়ি বেয়ে হন হন নেমে যায় 
তার পর সন্ধ্যা গড়ায়, রাত গভীর হয় ত্বকী ফেরে না 

 

মা'য়ের চোখে অপলক দৃষ্টি কখন ফিরবে ত্বকী ?


নাফিজ আশরাফ