শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

জড়ের জীবন

প্রকাশিত: ৮ অক্টোবর ২০১৯  

আমিতো কোথাও মানুষ দেখিনা!
দু'পায়া মাংসল রোবট ঘোরে,
কাজ করে, কাম সারে, কথা বলেনা!

 

শুদুই যন্ত্র দেখি, মেশিন ধোঁয়া 
প্রোগ্রাম আর প্রোগ্রামে মরে গেছে গাছ
উড়ে গেছে পাখি, খুব দূরে
রোবট ওভাবে উড়তে জানেনা।

 

মরা নদী জুড়ে বালুর সাগর,
পাথরের ইমারত
পৃথিবী এগোলো বুঝি পরমাণু গেমে।

 

রোবটের জয় বুঝি খুব দূরে নেই
তবুতো জাগেনা এই মাংসল জীব,
জীবনের টানে।

 

আমিতো কোথাও আর জীবন দেখিনা!


মিথুন খান