বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

জীবন ও জমিনে আহত প্রশ্নের স্রোত

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০১৯  

শূন্যে ভাসমান পৃথিবী,
জমিনে ভাসমান জল,
জীবন ভাসমান জমিন ও জলে-
তার বুকে আহার চাষে স্বপ্ন বাঁধে পৃথিবী।

 

বড় জানতে ইচ্ছে করে-
জলের তলে কী ভাসে ?
কিংবা জলে আছে কোন প্রাণের নগর?
কেমন খেলায়-ই বা মেতে ওঠে সে নগরের গল্প!

 

আকাশ নিয়ে খেলে, চাঁদ-তারা-সূর্য,
আর তাদের নিয়ে আলোছায়ায় লুকোচুরি খেলে বহুরূপী মেঘ,
পাহাড় নিয়ে খেলে ঝর্ণা-ঝর্ণায় খেলে
ভ্রমণ পিপাসী মানুষ-
আর মানুষ নিয়ে খেলে বুঝি বিধাতা!


নাকি বিধাতা নিয়ে খেলে মানুষ-
আহত প্রশ্নের  স্রোত এভাবেই মনে বয়ে চলে অবিরাম।

 

স্বজন নাহিদ