শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

ঘরা ছাড়া বানের জল

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০১৯  

মাঝে মাঝে কী জানি কেমন করে মন
বাঁশবনের বিষণ্ন দীর্ঘশ্বাসে
ভারী হয়ে ওঠা বিবর্ণ বিকেল
জমে থাকে বুকের কাছে
-কারণ তোমার জানা আছে?

 

মেঘেরা খোলা চুলে সন্ধ্যা নিয়ে আসে
কাছেই কোথাও লেখা হয় নোনাজলের কাব্য
দেখতে পায় না ঝাপসা দু'চোখ
-তোমার কি কখনও কেমন করে না বুক?

 

ঝাউবনে একা আমি
শুয়ে আছি আহত সমুদ্রের মুখোমুখি
নোনতা বালির বিছানায়
কিশোরী বিথীর মুখ আজ
মিলিশা-নক্ষত্র হয়ে জ্বলজ্বল করে
মনের আকাশে
-ও মায়াবতী আমাকে আর কতকাল
ঘর ছাড়া বানের জলে ভাসাবে?

 

রাকিবুল রকি