বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

কয়েকটি বিহ্বল সুন্দর

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০১৯  

না, ওখানে যেয়ো না
ঐ খানে উলঙ্গ নৃত্যে তোমার চোখ ঝলসে যাবে।
বরং ভাবো দ্বিতীয় মৃত্যু কতো সুন্দর হতে পারে!

 

আমরা যেখানে ঠাঁই নিয়েছি
সেখানে কোনো পোড়া বুদ্ধি নেই,
আমরা যখন প্রতারিত হতে চাই
তখন আমাদের পা হতে মস্তক, মস্তক হতে সমাজ
ফেঁসে যায় মহাকব্যে, আর বিলি হয় স্তবক!

 

অথচ তার অন্তরালে শুভ্র পালকে লেখা আছে
নিদারুণ সৌন্দর্য, দুমুঠো তালুর ছাউনিতে বিশ্রামঘর।

 

হ্যাঁ, এখানে কোনো সংকট নেই
যার তার ইচ্ছে অনুযায়ী চালাতে পারে তীর ধনুক
তাতে বিদ্ধ হওয়ার প্রতিযোগিতা থাকে না,
আরও থাকে না রাজায় রাজায় যুদ্ধ।

 

কয়েকটি বিহ্বল সুন্দর!
আমাকে আক্রান্ত করে, তাগাদা দেয় হেরে
যেতে প্রজাপতির কাছে, আমি হেরেও যাই।


আমি নত হই, ধরে রাখি যাবতীয় নান্দনিকবোধ
মৃত্তিকার কাছে, ছেয়ে ফেলি আমার শরীরে অক্টোপাসের ন্যয়!

 

যারা ভিন্ন পথে বয়স বাড়িয়েছিলো
সেই সব বিহ্বল সুন্দরে...
আমার নতুন দিন
শুরু হয়ে গেছে আজ হতে।


মিলন মাহমুদ