বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

কোনো কথা নয়

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০১৯  

কোনো কথা নয়
শুধু বুকের স্পন্দনে হবে 
বাক-বিনিময়

 

তোমার রঞ্জিত ঠোঁট
গেঁথে দাও আমার ঠোঁটের মানচিত্রে
বিজয়ী সেনানী স্বাধীন ভূখণ্ডে
যেভাবে উড়িয়ে দেয়
সাধের পতাকা!

 

তোমার চুলের মেঘে ভেসে ভেসে
বৃষ্টি হবো
ঝরে যাব, ক্ষয়ে যাব
বানের মতন ভেসে যাব
ছুটে যাব দরিয়ায়

 

আমাকে পাগল করো ডোম্বী
চৌষট্টি কলার মোহন-মুদ্রায়

 

কোনো কথা নয়
বুকের স্পন্দনে হবে
বাক-বিনিময়।।


রাকিবুল রকি