শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৫ ১৪৩১

কাশ্মীর

প্রকাশিত: ৮ আগস্ট ২০১৯  

একটি নিথর ভূমিতে কতোগুলো বিভৎস মুখ
মানুষের চোখে আর মুখে তাক করা রাইফেল, সোরগোল, এ যেন রক্তাক্ত গায়ে লেগে আছে 
বুটজুতো, সংবিধানের অন্যায্য খসড়া।

 

তারা বাঁচতে চায়, বলতে চায় জীবন সুন্দর-
তাই তারা আজাদ হতে চেয়ে বুক চেতিয়ে দাঁড়ায়।

 

একটি পাহাড়ি ফুলে কতোগুলো ফ্যাসিস্ট কীট
খুব কাছে কেউবা গোপনে বেঁধে ফেলে বনের
উন্মুক্ত পাখি, তছনছ করে দেয় অধিকার আর হুংকার।

 

আমি ভুলে যাই স্বাধীনতার আধার যার শ্রয়ে বসে
শিশুটি দোল খায়, কিশোরীর খোঁপা খুলে ছড়িয়ে পড়ে
হাসি, যুবকের উদ্ধত হাত, কাশ্মীর জেগে থাকে,

 

পৃথিবী কি ঘুমায় ?

 

মিলন মাহমুদ