শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

একুশ আমার

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২০  

পিচ ঢালা রাস্তায় রক্তের দাগ শুকায়নি
রাতের পর রাত দিনের পর দিন
অপেক্ষা একটি দিনের
অতঃপর একুশ আসে
একুশ আমার।

 

ডাহুক ডাকা রাত ভোর হয়
ডাক আসে প্রভাতফেরির,
হাতে এক তোরা গাঁদা ফুল
নগ্ন পা
মুখে আমার ভাই তোমার ভাই রফিক জব্বার বরকত স্মরণ
অন্তরে কয়েকটি বর্ণ
আমি বাঙলায় কথা বলি
একুশ আমার।

 

স্বর্গ থেকে মিছিলে এসে সুর মিলায় রফিক ভাই
শফিক ভাই,
সক্রোধে চিৎকার করে বলে
নাড়ী ছেড়া ফুল নিয়ে এতো কাড়াকাড়ি কেন?

 

কেউ শুনে না, কেউ জবাব দেয় না
সূর্যদেব রক্তিম হওয়ার আগেই সূতা ছিঁড়ে যায়
ফুলগুলো লাওয়ারিশ পরে রয়,
কেউ খবর রাখে না
একুশ আমার।

 

জাহানুর রহমান খোকন