বুধবার   ২৪ এপ্রিল ২০২৪   বৈশাখ ১০ ১৪৩১

উৎসুক আমি...

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৯  

উৎসুক আমি অন্তহীন মৃত্যুর আলিঙ্গনে
খরচ হয়ে গেলে আমার ভাষার দুহিতা
প্রস্ফুটিত গোলাপ তবে শেষ চুম্বনে লেগে থাকে গালে।

 

আমি উৎসুক শ্রোতা অজানা নক্ষত্রের সমীপে
আলোর আভা পেঁকে গেলে লাল দানায়,

বীজ বিস্তরণে তখন গলির প্রবেশপথ বদলে যায়
বিপরীত তাসের খেলায় বাজিকর চাল দেয়,

অসূর্যম্পশ্যা মেয়ে হয়তো সময় চেয়ে নেয় বিশুদ্ধ বারুদ 
সাজাতে।

 

আমি উৎসুক অন্তর্লীন কবিতার বাতাবী শাখায়
হা করা করাল গ্রাসে যে শব্দ গিলে নেয় মগজ,

সিঁড়ির ঘাট হতে নেমে যায় যে স্বর জল সঙ্গমে
তার তল দেশে মাটি ছুঁয়ে ছুঁয়ে মানুষের মন পড়া,

 

একটা শিশুর ভূমিষ্ঠ বিদ্যায় আমি উপস্থিত হই
পোকা ও আগুনের দারুণ সাক্ষাৎ ভাসতে থাকে,
যে রেখেছে জল আদরে করতলে। 

 

এই সব ভবিতব্য অপরিচিত উৎসুক সুখ আমাকে
ব্যস্ত রাখে।

 

মিলন মাহমুদ