বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

আমার পরিচয়

প্রকাশিত: ৭ অক্টোবর ২০১৯  

উক্ত-নিরুক্ত ভাষার সন্ধানে যখন পরদেশী স্বর আর ভিন গ্রহের অভিধান ঘেটে মরে আমার অচেনা অদেখা সতীর্থরা, তখন আমার পথে প্রতিদিন দাঁত ঘষে যায় কবেকার রাক্ষুসী রোদেরা। আমি সকাল, সন্ধ্যা সুবোধ বালকের মতো নেই চন্দ্র-সূর্যের চিরায়ত পাঠ! আমার শৈশব জুড়ে এখনও কলমী ডগার গন্ধ আর কচুরী ফুলের শোভা লেগে আছে। আমি কীভাবে অনুবাদ করি বলো টিউলিপ ফুলের সাহচার্য? নাই বা পেলাম তোমাদের সুশীল সমাজে সিদ্ধি; ভুরি, ভুরি আগাছার মতো বিশেষত্বহীন পরিচয় নিয়ে তবু এঁকে যাবো আমার মায়ের আটপৌঢ়ে শাড়ীর রঙ আর বাঙালি শীতের কুয়াশা।

 

রাকিবুল রকি